সাতচল্লিশ পরবর্তীকালে এই উপমহাদেশে এক মানব বিস্ফোরণ তথা বিপ্লবের মধ্য দিয়ে ‘বাংলাদেশ’ রাষ্ট্রের জন্ম। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অব্যবহিত পরেই ভূ-রাজনৈতিক যাঁতাকলে জেঁকে বশে ‘নব্য-ঔপনিবেশিক শাসন’। নতুন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি জনমানুষের আকাঙ্ক্ষিত স্বপ্ন, স্বাধীনতা, অধিকার। একাত্তর পরবরর্তীকালে কয়েকবার সংঘটিত হয়েছে সামরিক ও জনঅভ্যুত্থান। চব্বিশের জুলাই আন্দোলন তারই একটি ধারা।
জনঅভ্যুত্থান বিপ্লবেরই পূর্ববর্তী ধাপ। একটি অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে হলে অতীব জরুরি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বোঝাপড়া, অতীত তথা ইতিহাসের পক্ষপাতহীন পাঠ। প্রশ্ন তোলা জরুরি ক্ষমতাকাঠামোর বাইরেও ফ্যাসিবাদ বা আধিপত্যবাদ কীভাবে সম্পর্কিত এবং তার সাথে নব্য-ঔপনিবেশিক প্রভুদের সম্পর্ক কী? বহুজাতিক রাষ্ট্রের মুক্তিসংগ্রামের ইতিহাসের কাঠামোয়, জাতীয়তাবাদী বয়ানের বাইরের কাঠামোর রূপ কী? এসকল প্রশ্নের উত্তর সন্ধানে রাজনৈতিক ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক বোঝাপড়ায় প্রয়োজন নিয়মিত আলাপ জারি রাখা। এই তাগিদেই ‘আলাপ’ আলাপ জারি রাখতে চায়, প্রশ্ন করতে চায় রাষ্ট্র, সমাজ, সংস্কৃতিকে।
‘আলাপ’-এর আলাপ জারি রাখার অন্যতম প্রয়াস e-alap.com। আলাপ প্রধানত ইতিহাস রাজনীতি সমাজ সংস্কৃতি বিষয়ক অনলাইন পত্রিকা। অনলাইন পত্রিকা প্রকাশের পাশাপাশি বছরে একটি সংখ্যা মুদ্রণ আকারে প্রকাশে, ইতিহাস রাষ্ট্র রাজনীতি সমাজ সংস্কৃতি সাহিত্য বিষয়ে সেমিনার, পাঠচক্র আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ।